খাগড়াছড়িতে মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দ্যেগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাউন হল প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে পুনরায় র্যালিটি টাউন হলে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজ্যরি চৌধুরী,সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা,পুলিশ সুপার আহমার উজাজ্জামান, মেয়র রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা রণ-বিক্রম ত্রিপুরা, আওয়ামী লীগ নেতা নুরন্নবী চৌধুরী, চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ, শ্রমিক লীগ নেতা মো. নবী ও জানু শিকদার। র্যালি ও আলোচনা সভায় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনসহ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার