বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে জিলাপি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার বিকেলে গৌরনদী থানায় মামলা দায়ের করেন তার মা। মামলায় একমাত্র আসামি করা হয়েছে একই গ্রামের মৃত আকফাত বেপারীর ছেলে গাছ ব্যবসায়ী আলী বেপারীকে (৪৫)।
স্থানীয়রা জানান, ওই ছাত্রীর বাবা কিছু দিন আগে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে ছেড়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর থেকে গৃহকর্মীর কাজ করে তিন সন্তানকে নিয়ে কষ্টে দিন অতিবাহিত করেন ওই ছাত্রীর মা। গৃহকর্মীর কাজের জন্য দিনের বেশিরভাগ সময়ই তার মাকে বাড়ির বাইরে থাকতে হয়। এই সুযোগে প্রতিবেশী দুই সন্তানের জনক আলী বেপারীর কু-নজর পড়ে ওই স্কুল ছাত্রীর ওপর। গত ২৫ মে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে জিলাপি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে আলী। এ ব্যাপারে কাউকে কিছু না বলতে হুমকিও দেয় ওই ছাত্রীকে। আলী বেপারীর ভয়ে ওই স্কুলছাত্রী এ ঘটনা কাউকে না জানিয়ে গোপন করে। পরদিন জামা-কাপড়ে রক্তের দাগ দেখে স্কুল ছাত্রীর চাচি এর কারণ জানতে চান। আলী বেপারীর ভয়ে স্কুল ছাত্রী বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে চাচির জিজ্ঞাসাবাদের মুুখে সব কিছু খুলে বলে। চাচি স্কুল ছাত্রীর মাকে বিষয়টি জানায়। তবে লোকলজ্জার ভয়ে স্কুল ছাত্রীর মা বেশ ঘটনা কিছু দিন গোপন রাখে। এরই মধ্যে বিষয়টি প্রতিবেশীরা জেনে যান।
গত মঙ্গলবার ওই স্কুল ছাত্রীর মা কয়েকজন স্বজন সঙ্গে নিয়ে বিচার চাইতে আলী বেপারীর বাড়ি গেলে তাদের উপর ক্ষিপ্ত হন তিনি। ধর্ষণের ঘটনা সাজানো বলে উল্টো স্কুল ছাত্রীর মা’কে হুমকি দেন তিনি। বিষয়টি নিয়ে গতকাল বুধবার সকালে এলাকার গণ্যমান্য লোক নিয়ে বসবেন বলে আলী বেপারী স্কুল ছাত্রীর মাকে জানান। তবে আলী বেপারীর মঙ্গলবার রাতেই আত্মগোপন করে।
গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বুধবার বিকেলে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করে অভিযুক্ত আলী বেপারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৯/মাহবুব