বাগেরহাটের রামপাল উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তারা হলেন-- সোহাগ (৩৫) ও সঞ্জিত মন্ডল (৫০)। তাদের বাড়ি জেলার মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়। বাকি একজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার সার্জেট বাচু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার অভ্যন্তরীণ একটি সড়ক দিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র অসাবধনতাবশত খুলনা-মোংলা জাতীয় মহাসড়কে ওঠার সময়ে মোংলাগামী অপর একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মাহেদ্রটি দুমড়ে মুচড়ে চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম