রাজবাড়ীর পাংশা উপজেলার সরিয়া ইউনিয়নের বাঘচর এলাকায় চাঁদনী (১৮) নামের এক গৃহবধু লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাঘচর এলাকার একটি পুকুর থেকে নববধুর লাশটি উদ্ধার করা হয়। চাঁদনী বাঘচর এলাকার বিপ্লবের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাস আগে বিপ্লবের সাথে পার্শ্ববর্তী পাট্রা ইউনিয়নের চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিপ্লবের সাথে চাঁদনীর বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে চাঁদনীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
পাংশা থানার ওসি আহসান উল্যাহ জানান, চাঁদনীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। চাঁদনীর স্বামী বিপ্লবকে আটক করা হয়েছে। বিপ্লব স্বীকার করেছে, চাঁদনীতে পানিতে চুবিয়ে সে হত্যা করেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে সে কোন জবাব দিচ্ছে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ