বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ আরও ঘনীভূত হয়ে অতি প্রবলে পরিণত হয়ে বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। তারই জের ধরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল সূত্রে জানানো হয়েছে, সকালে লঞ্চ-স্পিডবোট চলাচল করলেও ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় যে কোন রকমের দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। কোন রকম বিঘ্ন ছাড়াই ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ফেরিগুলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ