কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫/৬০ বছর হবে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মঠখোলা বাজারে তার লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার পর মঠখোলা বাজারের কসাইয়ের মাংস কাটার মাচার ওপর ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তাকে মৃত অবস্থায় দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যু বলেই ধারনা পুলিশের।
তার পরিচয় সনাক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ