চশমা কিনে না দেওয়ায় রানা নামে ১০ বছর বয়সী এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রানা কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামের আবু বকরের ছেলে এবং স্থানীয় একটি কওমী মাদ্রাসার নূরাণী শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোখে সমস্যার কারণে অধিক পাওয়ারের চশমা পড়তো রানা। কিছুদিন আগে চশমার একটি ফ্রেম ভেঙে যায়। ফ্রেম ঠিক করে দেওয়া বা নতুন চশমা কিনে দেওয়ার জন্য তার বাবা ও বড় ভাইকে তাগাদা দিয়ে আসছিল রানা। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে গলায় কাপড়ের বেল্ট পেচিয়ে ঘরের ধর্নার সাথে ঝুলে আত্মহত্যা করে বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে ধর্না থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন