ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে কুমিল্লার বিভিন্ন উপজেলায় ঘর-বাড়ি উল্টে গেছে। ক্ষতি হয়েছে গাছ-পালা ও ফসলি জমির।
শনিবার সকালে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই উপজেলায় এসব ক্ষতি হয়।
বেশি ক্ষতি হয় নাঙ্গলকোট উপজেলায়। উপজেলার পেরিয়া ইউপির চাঁন্দপুর দিঘির পাড় বাজারে বটগাছ পড়ে আবুল কাশেমের স্যানেটারি দোকান, লিটন ও জসিম উদ্দিনের ফার্নিচার, মজিবুল হক, শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের কসমেটিক, আবুল বশরের মুদি, হাবিবুর রহমানের ঔষধ ও ইয়াছিনের মিষ্টি দোকান ও একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যায়। রায়কোট উত্তর ইউপির পিপড্ডা গ্রামে গাছ পড়ে টিনের ঘর, নাঙ্গলকোট থানার ভিতর একটি গাছ উপড়ে পড়ে ও পৌর সদরের নাওগোদা চৌরাস্তার মোড়ে অক্সফোর্ড ক্যাডেট স্কুল ক্ষতিগ্রস্ত।
এ ছাড়া লাকসাম উপজেলার মনপাল, রাজাপুর, রামপুর, চন্দনা ও উত্তরদা গ্রামে গাছ-পালা ভেঙ্গে যায়, ফসলী জমির ধান ও শাক-সবজির ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন