রাঙামাটির রাজস্থলীতে পাহাড়ি খাদে পড়ে রুপনা সেন ও তরুলতা সেন নামের দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামারী বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে একটি অটোরিকশায় পাঁচজন যাত্রী নিয়ে কাপ্তাই চন্দ্রঘোনায় রওনা দেয়। অটোরিকশাটি ওই উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামারী বাগান এলাকায় পৌছেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে চালক ও যাত্রীসহ গাড়িটি উল্টে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় রুপনা সেন (৭০) নামের এক বৃদ্ধার।
এ ঘটনায় মারাত্মক আহত হয় গাড়ির আরও পাঁচ যাত্রী। তারা হলেন রাজস্থলী সরকারি কলেজের প্রফেসর বিশ্বজিৎ সেন (৫৩), তার স্ত্রী নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তরুলতা সেন (৪০), ছেলে সূর্যসেন (১০), পাবনা টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী (৫০) এবং অটোরিক্সা চালক পারভেজ (৩৫)।
হতাহতদের উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহত তরুলতা সেনের মৃত্যু হয়। বাকি আহতদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। রাঙামাটির রাজস্থলী উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক