দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. হাচেন এবং মো. হুচেন নামে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। যমজ দুইশিশুর মৃত্যু শোকে মা পাগলপ্রায়। মৃত. দুই বছর বয়সের যমজ দুই শিশু বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। সোমবার দুপুর দেড়টার দিকে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামে এ ঘটনা ঘটে।
ভোগনগর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুর রাজ্জাক জানান, শিশু দুইটির বাবা বীরগঞ্জ উপজেলা পাল্টাপুর ইউপি’র সনকা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করেন। অর্থ কষ্টের কারণে এক মাস পুর্বে তার স্ত্রী মোছাঃ সুমা খাতুনসহ দুই জমজ পুত্র হাচেন এবং হুচেনকে শ্বশুর মোঃ সনু মিয়ার বাড়ী ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামে রেখে কাজে যান। সোমবার দুপুরে শিশুর মা মোছাঃ সুমা বেগম দুই শিশুকে গোসল করিয়ে ভাত খাইয়ে দিয়ে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় যমজ শিশু দুইটি মায়ের ব্যস্ততা দেখে বাড়ীর পাশে পুকুর ধারে খেলতে যায়। খেলার এক পর্যায়ে দুই শিশু পুকুরে মাঝখানে একটি গর্তের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন দেখতে পেয়ে শিশু দুইটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশু দুটির মায়ের কান্না দেখে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দেয়।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. মো. জাহাঙ্গীর কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার