ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার ভাঙ্গা পৌর কার্যালয়ের সামনে থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে। সোমবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃত দম্পতি দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসা করে আসছিল।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা সোমবার ভোরে ভাঙ্গা পৌর কার্যালয়ের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসী চালায়। এসময় সকাল ৮টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালানো হয়। বাসের ভেতর একটি ব্যাগে কৌশলে বহনকৃত দুইশত বোতল ফেনসিডিল জব্দ করে। ফেনসিডিল রাখার দায়ে আটক করা হয় বাসের দুই যাত্রী রেজাউল করিম সরদার (৩০) ও তার স্ত্রী ময়না আক্তারকে (২৬)। আটককৃতদের কাছ থেকে মাদক বিক্রির টাকা, মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত দম্পতি জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসা করে আসছে। যশোরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল কিনে এনে তা ঢাকায় নিয়ে বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকের মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল