খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে দুইটি শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম।
সোমবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রেণি কক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্কুল মাঠে অবস্থানরত আনসার সদস্যরা ছুটে এসে আগুন নেভায়।
এদিকে মানিছড়িতে ফ্য়াার সার্ভিস না থাকায় রামগড় থেকে ফায়ার সার্ভিস আসার আগেই আনসার সদস্যরা ও স্থানীরা আগুন নিয়ন্ত্রণে আনে। স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন