গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজারের কাছে ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার বোলা সাড়ে ১১টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও শিশুসহ ৪ যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
স্থানীয়রা জানান, তেমালুপাড়া ঘাট থেকে নৌকাযোগে সকাল ১০টার দিকে ২৫/৩০ জন নারী পুরুষ কৃষি শ্রমিক রায় দাসবাড়ি চরের দিকে কাজের উদ্দেশ্যে যাত্রা করেন। নৌকাটি মাঝ নদীতে গিয়ে যাত্রীসহ হঠাৎ ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ থাকেন পাঁচজন।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহারিয়া জানান, নৌকাডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি। অতিরিক্ত যাত্রীর কারণেই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ