বিড়ির উপর কর ও প্রতি বছর মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ ও বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপির বাড়ির সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের সভাপতি ওয়াসিম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসনসহ অনান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বিড়িকে কুটিরশিল্প বলে ঘোষণার দাবি করেন এবং প্রতিবছর বিড়ির উপর মূল্য বৃদ্ধি না করার অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/কালাম