পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজারে ভেজাল খ্যাদ্যের সরবরাহ রোধ করতে বিশেষ নজরদারি কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি শেষ রমজান পর্যন্ত চলবে।
কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে জেলা শহরের বাজারগুলোতে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ব্যবসায়ী নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে শহরের জগৎ বাজার, সড়ক বাজার ও আনন্দ বাজার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো ঘুরে দেখেন এবং দোকানীদের অহেতুক দাম বৃদ্ধি না করার অনুরোধ জানান।
বাজার পরিদর্শন শেষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন সাংবাদিকদের জানান, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। এ জন্য আমরা রোজা শুরুর আগেই দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রাখা এবং বাজারে ভেজাল খাদ্যের সরবরাহ বন্ধ করতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। আমরা পুরো রমজান মাস বাজারগুলোতে বিশেষ নজরদারি রাখার পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হবে। তবে এখন পর্যন্ত দ্রব্যমূল্য স্থিতিশলি রয়েছে।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাহেদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম