নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিল পইরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া (৩২), ফরিদপুরের ভবানীপুর এলাকার মামুনের ছেলে শাহীন (২০) ও ময়মনসিংহয়ের গৌরিপুর উপজেলার সুরুজ আলীর ছেলে সুজন (২৪)।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহ হলে ঢাকাগামী একটি রয়েল পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব ১৪-৮৯৬৫) তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে বাসটি জব্দ করা হয়। এ ঘটনায় রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন