চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কে পুলিশ বক্সের অদূরে গণডাকাতির ঘটনা ঘটেছে। এতে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের গাড়িসহ ১৩-১৪টি গাড়িতে ডাকাতরা তাণ্ডব চালানো হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা ৮-৯টি মোবাইল ফোনসহ অর্ধ-লক্ষাধিক টাকা লুট করে এবং চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িটি ভাংচুর করে। খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ জানান, মঙ্গলবার রাতে আন্দুলবাড়িয়া থেকে তারাবির নামায ও রাজনৈতিক কাজ শেষে জীবননগর উপজেলা শহরে ফিরছিলেন তিনি। পথে আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কে পুলিশ বক্সের ৪০০ গজ দূরে ৮-১০ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। ডাকাতদল ডাকাতি শেষে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িত ডাকাতদের ধরতে ইতিমধ্যেই অভিযান শুরু করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ