নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে তানিয়া বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে। র্যাব-৫ ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল যৌথভাবে অভিযান চালিয়ে ৮২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে তানিয়াকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে র্যাব। তানিয়া ওই গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী। ইয়াবাগুলো বিক্রির জন্য তার কাছে রাখা হয়েছিল। মাদক ব্যবসায়ী তানিয়াকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৫, নাটোর ক্যাম্পের এএসপি ও কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. রাজিবুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তানিয়াকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত থাকার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক