মাগুরা-যশোর সড়কের শতখালী নতুন হাট এলাকায় শুক্রবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ফরিদ হোসেন (৩০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহত ফরিদ চট্রগ্রাম জেলার পতেঙ্গা থানায় পূর্ব হোসেন আহমেদ পাড়ার রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শালিখা উপজেলার শতখালী নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, যশোরগামী রড বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি তেলবাহী ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের মধ্যে থাকা হেলপার ফরিদ হোসেন (৩০) মারাত্বক আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক