'ঘূর্ণিঝড় ফণীর ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে বিএনপির ভাঙ্গন একই সূত্রে গাথা'- আওয়ামী লীগ নেতৃবৃন্দের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, যেখানে ঘূর্ণিঝড়ে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে, সেখানে এ ধরনের বক্তব্য রাখা ঠিক হয়নি।
শনিবার দুপুরে জেলার সূবর্নচরে সম্প্রতি ঘূর্ণিঝড় ফনির তান্ডবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ দিতে এসে এসব কথা বলেন। এসময় তিনি তিনি আওয়ামী লীগের নেতাদের এ ধরনের বক্তব্য না করার আহবান জানান।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশে ৩ সদস্যের একটি বিএনপির একটি প্রতিনিধি দল দুপুরে এ ত্রাণ দিতে আসেন। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন অপর ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ মোঃ শাহজাহান, লক্ষীপুর সদরের সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এনি, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দর বিএসসি, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, আবু নাছের, জেলা যুবদদলের সভাপতি মজ্ঞুরুল আজিম সুমন , যুবদলের সেক্রেটারী নুরুল আমিন খান ,শহীদুল ইসলাম কিরণ, ভিপি জসিম. প্রমুখ। ছাত্রদল নেতা নোমানসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধিদল প্রথম দফায় ৩৬০ জনকে ও দ্বিতীয় দফায় আরও ৪০০ জনকে ত্রাণ দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর