ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে কিশোরগঞ্জে মো. ফজলুল কবির (৪০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বড় খালেরপাড় এলাকার মৃত হাজী তৈয়ব আলীর ছেলে।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কিশোরগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির সময় তাকে হাতে নাতে ধরা হয়। এছাড়া একই ব্যক্তির কাছে নির্ধারিত টিকিটের চেয়ে বেশি টিকিট বিক্রি করায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী রেদোয়ান কবিরকে সতর্ক করা হয়।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৯/মাহবুব