হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ টি পণ্য বাজার হতে প্রত্যাহারের জন্য ফরিদপুরের চরভদ্রাসনে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নিষিদ্ধ পণ্যগুলো ক্রয় ও বিক্রয় না করার জন্য বিভিন্ন বাজার এলাকা ও তার পার্শ্ববর্তী এলাকা সমূহে মাইকিং করে উপজেলা প্রশাসন।
এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ হতে ৫২টি পণ্যের নামের তালিকার লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা সেনেটারী ইনসপেক্টর মো. আবুল কালাম আজাদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা চরভদ্রাসনের প্রতিটি বাজারে এ লিফলেট বিতরণ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, চরভদ্রাসনবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ৫২ টি পণ্য ক্রয়, বিক্রয়, মজুদ, পরিবহন ও সরবরাহ না করার জন্য সতর্ক করে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে উক্ত পণ্য সমূহ বাজার হতে প্রত্যারের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন