২৩ মে, ২০১৯ ১৮:০৭

ঈদ সুষ্ঠুভাবে উদযাপনে বরিশাল জেলা প্রশাসনের বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ঈদ সুষ্ঠুভাবে উদযাপনে বরিশাল জেলা প্রশাসনের বিশেষ সভা

পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু-সুন্দর ও নিরাপদ ভাবে উদযাপনের জন্য বিশেষ সমন্বয় সভা করেছে বরিশাল জেলা প্রশাসন।  বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, শের-ই বাংলা মেডিকেল, র‌্যাব-৮, জেলা পুলিশ সুপার, নৌ পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন সরকারী কলেজের অধ্যক্ষগন, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন পৌরসভার মেয়র, বিআইডবিøউটিএ, বিদ্যুত বিভাগসহ সংশ্লিস্ট সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে নৌপথ ও সড়ক পথ সংশ্লিস্ট সকলকে সদা সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যে ধরনের পরিবহনে ওভার লোডিং সম্পূর্ন নিষিদ্ধ করে এ বিষয়ে কঠোর হতে সংশ্লিস্টদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আপদকালীন শের-ই বাংলা মেডিকেলসহ সকল চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে সু-চিকিৎসা নিশ্চিত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয় সভায়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর