২৩ মে, ২০১৯ ১৮:১৬

দূর্গা সাগর দীঘি এলাকায় প্রবেশের দায়ে ৪ তরুণকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

দূর্গা সাগর দীঘি এলাকায় প্রবেশের দায়ে ৪ তরুণকে অর্থদণ্ড

বরিশালের ঐহিত্যবাহী দূর্গা সাগর দিঘি এলাকায় অবৈধ প্রবেশের দায়ে ৪ তরুণকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, বরিশালের অন্যতম পর্যটন স্থান দূর্গাসাগর দিঘি এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিনা টিকেটে সংরক্ষিত এলাকায় প্রবেশের দায়ে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৪ কিশোরের প্রত্যেককে ২শ’ টাকা করে মোট ৮শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। প্রাকৃতিক দর্শনীয় স্থান দূর্গা সাগর দিঘির সৌন্দর্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর