২৪ মে, ২০১৯ ২০:০০

লক্ষ্মীপুরে মুঠোফোনে হাতে লেখা প্রশ্নপত্রসহ এক পরীক্ষার্থী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মুঠোফোনে হাতে লেখা প্রশ্নপত্রসহ এক পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মুঠোফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় সোলায়মান নামে এক পরীক্ষার্থীকে আটক করছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তার ব্যবহৃত ওই মুঠোফোনে প্রশ্নপত্রের কিছুটা মিল থাকার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত সোলায়মান সদর উপজেলার ভবানীগঞ্জের আবদুল করিমের ছেলে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেনীর সায়েদ নামের একজনের ম্যাসেঞ্জার থেকে তার ফোনে একটি হাতে লেখা প্রশ্নপত্র আসে। যার কিছুটা মিল রয়েছে আসল প্রশ্ন পত্রের সাথে। তবে প্রশ্নপত্রের সিরিয়াল মিল ছিলনা। তবুও তদন্ত করে ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, আটককৃতের কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনটিতে প্রশ্নপত্রের সাথে আংশিক মিল পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর