২৬ মে, ২০১৯ ১৮:৪৭

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা সাবেক পুলিশ কনস্টেবল আলাউদ্দিন আলীর আয় বহির্ভূত সম্পদের অর্জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। দুর্নীতির এক মামলায় বরিশাল দুদকের উপ-সহকারী পরিচালক আল আমিন এ অভিযোগপত্র দেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, ৩৩ বছর চাকরিকালীন আলাউদ্দিন ঢালী ৫৩ লাখ ১৩ হাজার ৭ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেন। সম্পত্তি অর্জন বাবদ ব্যয় করা অতিরিক্ত ২৫ লাখ ৩৩ হাজার ৬৩৫ টাকার আয়ের কোন উৎস্য দেখাতে পারেননি সাবেক এই কনস্টেবল। 

উল্লেখ্য, আলাউদ্দিন ঢালী মুলাদী উপজেলার তেরচর গ্রামের আব্দুল মজিদ ঢালীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার রাজারবাগ আউটার সার্কুলার রোডে বাস করেন। তিনি ১৯৮০ সালে পুলিশের কনস্টবলে যোগ দিয়ে ২০১৩ সালে নায়েক পদ থেকে অবসরে যান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর