Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৬ মে, ২০১৯ ১৯:৫১

বগুড়া জেলা বিএনপির কমিটি বাতিল ও বহিষ্কৃতদের পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা বিএনপির কমিটি বাতিল ও বহিষ্কৃতদের পুনর্বহালের দাবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ও বহিষ্কৃতদের দলে ফিরিয়ে নেয়ার দাবিতে শো-ডাউন করেছে বগুড়া বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।  

আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রবিবার ১২তম দিনে শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা বগুড়া পৌর সভার কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ। 

বক্তব্য দেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন পশারী হিরু, তৌহিদুল ইসলাম বিটু, শাহ মেহেদী হাসান হিমু, আলী মুররাজি তরুন, বেলাল হোসেন নান্নু, মাহবুব হাসান লেমন, মাসুদ রানা, সাইমুম ইসলাম, শফিকুল ইসলাম শফিক, ফারুকুল ইসলাম ফারুক, আবু জাফর জেম্স, রবিউল আউয়াল, সাইমুম ইসলাম, আবু জিহাদ সন্তোষ,  জহুরুল ইসলাম পলাশ, লিখন, সেলিমুজ্জামান সেলিম, আবু নূর ওয়ালিদ, আতিকুর রহমান আতিক, বুলবুল, জুম্মান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সিরাজকে বাদ দিয়ে যে কাউকে আহ্বায়ক করলে আপত্তি নেই। কারণ তিনি বিএনপি ভাঙার ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন। তাকে আমরা নেতা মানতে পারি না। সংস্কারপন্থী মুক্ত বিএনপি চাই। নইলে ঈদের পর আন্দোলন গড়ে তোলা হবে। এ কর্মসূচিতে বহু নেতাকর্মী অংশ নেন। জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।  

এদিকে, রবিবার ১২তম দিনের মতো দলীয় কার্যালয় ছিল তালাবদ্ধ। গত ১৫ মে আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কার্যালয় তালাবদ্ধ রযেছে। এর মধ্যে আহ্বায়ক কমিটি দুই দিন তালা ভেঙে কার্যালয়ে ঢুকে কিছু সময় অবস্থান করেন। এরপর তারা আর কার্যালয়ে প্রবেশ করেননি। 


বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৯/মাহবুব 


আপনার মন্তব্য