২৭ মে, ২০১৯ ১১:৩৮

নেত্রকোনায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা সেমিনার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা সেমিনার

 “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোনায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ  ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসন সেমিনারের আয়োজন করে।

প্রবাসীদের কল্যাণের জন্য কি কি করণীয়,  কিভাবে বিদেশ গেলে হয়রানি হবে না, যারা জেলে থাকেন তাদেরকে কিভাবে আইনি সহায়তা দেওয়া যায়- এসবের ওপর আলোচনা ও প্রস্তাবনা  করা হয় ওই সেমিনারে।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। 

সেমিনারে আলোচনা করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার (সার্বিক)  নিরঞ্জন দেবনাথ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ পরিচালক ড. নুরুল ইসলাম, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম, ( সার্বিক)  সাবিহা সুলতানা প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, দেশের অন্যান্য জায়গার তুলনায় বিদেশ গমনকারীর সংখ্যা নেত্রকোনার হার অনেক কম। মাত্র ৪, ৩৪৫ জন। এ জন্য এই সংখ্যা বাড়ানোসহ যাতে কেউ হয়রানির শিকার না হয় সে জন্যই সেমিনারের আয়োজন করা হয়েছে। 

তারা আরও জানান, ফ্রি ভিসা বলে চমক দেখায় অনেক কোম্পানি। এটা সম্পূর্ন ভুয়া। কারণ ফ্রি ভিসা বলতে কিছু নেই। 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর