কক্সবাজারে টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমারে পাচারকালে এক রোহিঙ্গাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে পান, গেঞ্জি ও টিশার্ট উদ্ধার ও হস্তচালিত নৌকা জব্দ করা হয়। সোমবার চোরাইপণ্যসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন টেকনাফ সদরের কেরুনতলির মো. ইউনুছ আলীর ছেলে মো. কামাল হোসেন (৩০), মৃত ফয়জুর রহমানের ছেলে মো. জকির আহম্মেদ (৪০) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে জি-ব্লকের ১২ নম্বর কক্ষের বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৩৫)।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দ করা চোরাইপণ্যগুলো টেকনাফ শুল্কবিভাগে জমা দেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক