নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম। সোমবার দিনগত রাতে ঝড়ে সড়কে উপড়ে পড়া সুপারি গাছ সরাতে গিয়ে উপজেলার মোবারকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিউল একই গ্রামের আখকের আলীর ছেলে। ঝড়ে পড়া সুপারি গাছ সরাতেই গিয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক