ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অপহরণের ২ দিন পর অপহৃত স্কুলছাত্র রিয়াজকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গত ২৫ মে জেলার কালীগঞ্জ উপজেলার বহিরগাছী গ্রামের ফারুক হোসেনের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে রিয়াজকে অপহরণ করা হয়। এরপর থেকেই অপরহরণকারীরা তার পিতার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
বিষয়টি জানার পর মোবাইলের কললিস্টের সূত্র ধরে ঢাকার কেরানীগঞ্জের একটি ভাড়া বাসা থেকে রিয়াজকে উদ্ধার করা হয়। আটক করা হয় মূল অপহরণকারী মুন্নাকে। এ ঘটনায় জড়িত আরও ২ জনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার