বাংলাদেশের বিভিন্ন সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নেত্রকোনা জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে নেত্রকোনা ফাউন্ডেশন কর্তৃক এই বৃত্তির আয়োজন করা হয়। এতে জেলার ১০ উপজেলার ৪০০ জন শিক্ষার্থীকে মোট ১৬ লাখ টাকার এ বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার হার বাড়াতে এবং উৎসাহ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম