বগুড়ার ধুনটে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল প্রামানিক (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় শিশুর পিতা বাদী হয়ে গ্রেফতার খাইরুল প্রামানিকের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত যুবক উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া এলাকার দুলাল প্রামানিকের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া এলাকার এক ওষুধ ব্যবসায়ীর শিশু কন্যা বাড়ির উঠানে খেলা করছিল। এসময় প্রতিবেশী দুলাল প্রামানিকের ছেলে খাইরুল প্রামানিক ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এসময় তার বাড়িতে কোনো লোকজন না থাকায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি কান্না শুরু করলে খাইরুল তাকে বাড়িতে পাঠিয়ে দেন। । পরে ওই শিশুর পরিবার বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে জানালে তারা বখাটে খাইরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, শিশুটির প্রাথমিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন