দিনাজপুর-ঢাকা রুটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাসের প্রেক্ষিতে ১৪ মিনিট পর পুলিশের সহায়তায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ছেড়ে যায়।
মঙ্গলপুর রেলওয়ে স্টেশন মাস্টার নিরঞ্জন রায় জানান, ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটিকে দুপুর ২টা ৩৮মিনিট থেকে ২ টা ৫২ মিনিট পর্যন্ত (১৪ মিনিট) স্থানীয় জনসাধারণ আটকে রাখে বিক্ষোভ করে। পরে পুলিশের সহায়তায় ট্রেন ছাড়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা হাসান আলী, মিলন হোসেন, শহিদুল ইসলাম, আমান মিঠু রানা, হুমায়ুন শাহিনুর সালমান, ইয়াছিন আলী বকুল, আব্দুর রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলার জনগণের সুবিধার্থে এই মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেওয়া হউক।
মঙ্গলপুর পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাসের প্রেক্ষিতে তারা ট্রেনটিকে ছেড়ে দেয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন