সিরাজগঞ্জে বাসচাপায় ইসমাইল হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল রায়গঞ্জ উপজেলার ধানগড়া মিয়াবাড়ী এলাকার হায়দার আলীর ছেলে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুস সালাম জানান, মোটরসাইকেলযোগে ধানগড়া বাজার থেকে চান্দাইকোনার দিকে যাচ্ছিলেন ইসমাইল। তিনি ষোলমাইল এলাকায় এসে মহাসড়কে ওঠার চেষ্টা করলে বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ইসমাইলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল