টাঙ্গাইলের সখীপুরে আম দেওয়ার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণির শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নুরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার দেওবাড়ি এলাকায় এ ঘটনায় রাতেই অভিযুক্তকে আটক করে মামলা নেয় পুলিশ।
শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।তিনি ওই এলাকার খোরশেদুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় একটি জঙ্গলের ভেতরে আম গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে শিশুটিকে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেয় নুরুল ইসলাম। এ সময় শিশুটি চিৎকার করলে নুরুল ইসলাম পালিয়ে যায়। মেয়ের চিৎকার শুনে তার বাবা ও মা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে। বিষয়টি থানা পুলিশকে জানালে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম