মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জমিরউদ্দীনের লাশ দাফন শেষ হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে বাগোয়ান বক্সপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে, মরহুমের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এসময় রাষ্ট্রের পক্ষে মেহেরপুরের আরডিসি মোহাম্মদ মহিদুল হক, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, ইউপি সদস্য সেলিম উদ্দিন, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা প্রমুখ উপস্থিত ছিলেন।
মরহুম জমিরউদ্দীন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা জান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুম জমিরউদ্দীন ২ স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/শফিক