Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ আগস্ট, ২০১৯ ১৯:৩০

বরিশালে ৬ ঘণ্টার ম‌ধ্যে কোরবা‌নির বর্জ্য অপসার‌ণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৬ ঘণ্টার ম‌ধ্যে কোরবা‌নির বর্জ্য অপসার‌ণ

৬ ঘণ্টার ম‌ধ্যে ব‌রিশাল নগ‌রীর কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বি‌সি‌সি কর্তৃপক্ষ। পাশাপা‌শি ঈদের বন্ধে বিভিন্ন অলিগলির গৃহস্থের বর্জ্যও নিয়মিত পরিষ্কার হয়েছে। 

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের (বিসিসি) জনসং‌যোগ কর্মকর্তা বেলা‌য়েত হাসান বাবলু জানান, মেয়রের নি‌র্দেশনা অনুযায়ী ঈদের দিন দুপুর ২টা থে‌কে নগরীর ৩০টি ওয়ার্ডের ১৪২টি পশু কোরবানির নির্ধারিত স্থান ছাড়াও অলিগলির বিভিন্ন স্থানের কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু হয়। ৬ ঘণ্টার মধ্যেই সকল বর্জ্য অপসারন করা সম্ভব হয়েছে। 
বি‌সি‌সি’র প‌রিচ্ছন্নতা কর্মকর্তা ডা. র‌বিউল ইসলাম জানান, মেয়‌রের নি‌র্দে‌শে দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর ৩০ টি ওয়াডের্র পশু কোরবানির জন্য ১৪২ টি নির্ধারিত স্থান ছাড়াও অলিগলির সর্বত্র ময়লা পরিষ্কার করা হয়েছে রাত ৮টার মধ্যে। বিসিসি’র নিয়মিত ৩ শ’ পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও কোরবানির বর্জ্য পরষ্কিারের জন্য আরও ৬শ’ কর্মী নিয়োগ করা হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য