বগুড়ার শিবগঞ্জে কৃষকের স্ত্রী রওশন আরাকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় তার স্বামী শাহ আলমকে আটক করেছে পুলিশ। হত্যার এ ঘটনায় নিহতের বোনের স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের নামে সোমবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের সদস্যরাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামের কৃষক শাহ আলমের একমাত্র ছেলে দুবাই থাকেন। মেয়েকে বিয়ে দিয়েছেন বেশ কয়েক বছর আগে। স্ত্রীকে নিয়ে শাহ আলম গ্রামের বাড়িতে বসবাস করেন। রবিবার বিকেলে শাহ আলম বাড়ির বাইরে যান। রাত ৮টার দিকে বাড়িতে ফিরে কোনো সাড়া শব্দ না পেয়ে স্ত্রীকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ঘরের মেঝেতে স্ত্রীর গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে শিবগঞ্জ থানা পুলিশ রাত ৯টায় মরদেহ উদ্ধার করে।
বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘কে বা কারা কি কারণে হত্যা করতে পারে সে বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে। অনুসন্ধান শেষে বিস্তারিত বলা যাবে।’ মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার নিহতের বোনের স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের নামে সোমবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/হিমেল