পঙ্গু স্ত্রী শাফিয়া খাতুনকে নিয়ে পথে পথে ভিক্ষা করে বেড়ান ৬৭ বছর বয়সী রফিকুল ইসলাম। মানবেতর জীবনযাপন করা রফিকুল ইসলাম খুঁজছেন বয়স্ক ভাতার একটা কার্ড। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া কুল বাঁশাটি গ্রামে।
ফুলপুর বাসস্ট্যান্ডে ভিক্ষা করা অবস্থায় তাদের সাথে দেখা হলে কথা বলার এক পর্যায়ে দু'জনই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, তাদের কোন সন্তানাদি নেই। বড় ভাইয়ের একটি প্রতিবন্ধী মেয়ে এনে লালন পালন করে বিয়ে দিলে সে গাজীপুরে একটি গার্মেনটসে কাজ করতো। কয়েক বছর আগে সেখানে মেয়েকে দেখতে গেলে বাসের ধাক্কায় কোমর ভেঙে স্ত্রী শাফিয়া পঙ্গু হয়ে পড়ে। স্ত্রী পঙ্গু হওয়ার পর থেকে অর্থনৈতিকভাবে পঙ্গু হন রফিকুল। হতদরিদ্র রফিকুলের যা ছিল স্ত্রীর চিকিৎসার পিছনে সব খরচ করে এখন সে পথের ভিখারী। পঙ্গু স্ত্রীকে নিয়ে পথে পথে ভিক্ষা করে বেড়ানো তার পেশা।
৬৭ বছরের বৃদ্ধ রফিকুল ইসলাম আজও একটি কার্ড পাননি বলে জানান। তিনি বলেন, 'আইজ পর্যন্ত একটা কার্ডও পাইছি না। পথে পথে পঙ্গু স্ত্রীকে নিয়ে ভিক্ষা করে কোনমতে দিন চলে। আমার স্ত্রীর একটা পঙ্গু কার্ড অইলেও ওষুধ ফরহার কিইন্না তাড্ডা তারই অয় না। এমতাবস্থায় সরহারের কাছে আমি একটা কাড চাই।'
এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, উনাকে আমার অফিসে নিয়ে আসবেন, বিষয়টি দেখবো।
বিডি প্রতিদিন/হিমেল