জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২৬০০ পিস ইয়াবাসহ ছয়েন উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া এলাকা থেকে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
দেওয়ানগঞ্জে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই মো: ফরহাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী একটি পরিবহন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ওই বাসের যাত্রী ছয়েন উদ্দিনকে ২৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ছয়েন উদ্দিন পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার বামনেরচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ছয়েন উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ