বগুড়ার ধুনটে সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার বিলচাপড়ী গ্রামে সাপে কামড়ে জয়বুন বেওয়া (৬৫) মারা যান।
বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার ভোরে বৃদ্ধা জয়বুন বেওয়া গোয়াল ঘর থেকে ছাগল বের করতে যায়। এসময় একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৯টায় চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জয়বুন বেওয়া উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।
নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু:
অপরদিকে শনিবার সকাল ১০টার দিকে পেঁচিবাড়ি গ্রামের বাঙ্গালী নদীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোমর মিয়া (১০) মারা যায়। নিহত সোমর মিয়া উপজেলার পেঁচিবাড়ী গ্রামের লাল চাঁনের ছেলে ও পেঁচিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।
শনিবার সকাল ৮টার দিকে পেঁচিবাড়ি গ্রামের সিএনজি চালক লাল চাঁন মিয়া তার ছেলে সম্রাটকে নিয়ে বাঙ্গালী নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবসত নদীর পানিতে ডুবে যায় সম্রাট। পরে খোঁজাখুজির ২ ঘণ্টা পর জাল টেনে স্কুলছাত্র সম্রাটের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
বগুড়ার ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন বাঙ্গালী নদী থেকে লাশটি উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/হিমেল