কিশোরগঞ্জের পুলিশ সুপারের (এসপি) নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে আব্দুল হান্নান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি বরগুণা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তা বুনিয়া গ্রামে।
তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে পুলিশকে জানিয়েছেন। গত ৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জ পুলিশের রিকুইজিশনমূলে বরগুণা পুলিশ আমতলী সদরের বকুলনেছা মহিলা কলেজ রোড থেকে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ পুলিশের হাতে সোপর্দ করে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, আব্দুল হান্নান গত তিন মাস ধরে ফেসবুকে ‘মাশরুকুর রাহামান খালিদ’ নামে একটি ভুয়া আইডি খুলে এবং নিজেকে কিশোরগঞ্জের এসপি বলে পরিচয় দিয়ে ধর্নাঢ্য মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন জনের কাছ থেকে অর্থও আদায় করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।
পুলিশ সুপার আরও জানান, শুক্রবার তাকে কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে আনা হয়েছে। জালিয়াতি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেও তৎপর রয়েছে পুলিশ। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল