নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানকে মারধরের প্রতিবাদে মানবন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। আজ শনিবার দুপুরে উপজেলা শহরের স্মৃতি অম্লান প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সন্তানরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ছাড়াও বক্তব্য দেন উপজেলা কমান্ডার একরামুল হক, সাংবাদিক এম আর আলম।বক্তারা মুক্তিযোদ্ধাকে মারধোরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
গত ২৮ আগস্ট উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে ভোট গণনার সময় মুক্তিযোদ্ধা মোখলেছুরকে মারধর করে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ