কক্সবাজারের টেকনাফে ফের সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ মিয়ানমারের ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে টেকনাফের হ্নীলা নয়াপাড়া নাফনদীর কুতুবদিয়া ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ান উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, 'নতুন করে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি।'
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রবেশকালে ২৮ রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক পাচার ঠেকাতে সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান জানান, 'মাঝে মধ্যে সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে থাকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।'
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ