কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের পরিবারের সাথে অভিমান করে এক ইজিবাইক চালক বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন বালুখালী এলাকার নুরুল ইসলামের ছেলে ইজিবাইক চালক আব্দুল শুক্কুর (১৪) পরিবারের সাথে অভিমান করে বিষপান করে। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি,উপ-পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া উক্ত ইজিবাইক চালক বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন