মানিকগঞ্জের শিবালয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুবায়া আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুবায়া উপজেলার কয়রা গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং স্থানীয় রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী।
রুবায়ার মামা ইউনূছ আলী জানান, বৃহস্পতিবার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরিক্ষার পর রুবায়ার ডেঙ্গু শনাক্ত হয়। পরে শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন