সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক দেবাশীষ শর্ম্মার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য জামাল আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথী দাশ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত সুমন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজাদ আলী, নাসির আহমদ, মুরব্বী আবদুর রশীদ, হাজী জমির আলী, আওয়ামী লীগ নেতা জিতু মিয়া, বিএনপি নেতা গণি শাহ, মুরব্বী আয়াজ আলী, আবদুল হামিদ, আহমদ শরীফ, সংগঠক আজির উদ্দিন, নানু মিয়া, আসলম আলী, রিপন মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম