স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন, বাল্য বিয়ের কারণে দেশে মা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। বাল্যবিয়ে বন্ধে ৬৪ জেলার জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। এই কাজের গতি আরও বাড়াতে হবে। মায়েদের প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়ানো হলে মৃত্যুর হার কমে আসবে। যে ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র নেই সেখানে তা প্রতিষ্ঠা করা হবে। এছাড়া যেগুলো জরাজীর্ণ তা সংস্কার করা হবে।
শনিবার দুপুরে কুমিল্লা কোটবাড়ি বিজিবি মাল্টিপারপাস হলে আয়োজিত ইলেকট্রনিক্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৮৬৮ জন মাঠকর্মীকে ট্যাব প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব মনোজ কুমার রায়। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, সাবেক সচিব মেজার ইভালুয়েশানের উপদেষ্টা মুহম্মদ হুমায়ুন কবির, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, আইসিডিআরবির সিনিয়র ডিরেক্টর ডা. শামস এল আরেফিন, ইউএসআইডির পলিসি এডভাইজার ডা. সুকুমার সরকার, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (প্রশাসন) হুমায়ুন কবির, পরিচালক ডা. মো. শরীফ, উপ-পরিচালক (এমআইএস) আবু তাহের মো. সানাউল্লাহ নূরী ও পরিবার পরিকল্পনা বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো. মাহবুবুল করিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম