ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশন (বাম্মা) বগুড়ার নেতৃবৃন্দ।
শনিবার শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণকালে তারা এ আহ্বান জানান।
বাম্মা বগুড়া জেলা শাখার উদ্যোগে বেলা ১১ টায় শহরের সাতমাথা, থানা রোড, নিউ মার্কেট, এমএ খান লেন, বিআরটিসি শপিং কমপ্লেক্স, পার্করোডসহ বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বাম্মা বগুড়ার সভাপতি আলহাজ্ব শেখ ও সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু’র নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিলীপ কুমার দেব, সেলিম রেজা সানু, সহ-সম্পাদক হাসানুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, শাহজাহান আলী, আব্দুস সামাদ, বিশ্বজিৎ বসাক, গোলাম রব্বানী, তৌহিদুর রহমান সাজু, হাফিজার রহমান, সিরাজ উদ্দিন সাহানা, রেজাউল মতিন টুটুল, আবু তালেব উজ্জল প্রমুখ।
এসময় বাম্মা নেতৃবৃন্দ বলেন, বাড়ি-ঘর, বাগান, আঙ্গিনা, বাড়ির ছাদ, ফুলের টপ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন